স্বপ্ন টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই টাইগারদের

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে বিশ্বকাপের আনন্দজলে ভিজতে যাচ্ছে কলকাতা। কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেনসে খেলা শুরু আজ শনিবার আড়াইটায়।

টানা চার হারে দল বিপর্যস্ত। এমন অবস্থায় সেমির স্বপ্ন টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। নেদারল্যান্ডসের বিপক্ষে সেই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগার ক্রিকেটররা।

তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচকে হালকা করে নেওয়ার কিছু বলেই ভাবছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বরং এই ম্যাচে টাইগাররা চাপে থাকবে বলেই মন্তব্য করেছেন বিসিবি পরিচালক আকরাম খান। তার বিশ্বাস, এই ম্যাচে ডাচদের হারানোর কিছু নেই।

ভারতের উদ্দেশে দেশ ছাড়ার আগে গতকাল বিমান বন্দরে বিসিবি পরিচালক আকরাম কথা বলেছেন। এ সময় তিনি বলেন, ‘চাপে অবশ্যই বাংলাদেশ থাকবে। নেদারল্যান্ডসের আসলে হারানোর কিছু নেই। বাংলাদেশ যদি হারে থাকলে এটা অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়াবে। চাপে থাকবে কিন্তু বাংলাদেশ এর চেয়ে বেশি চাপ নিয়ে খেলে ভালো পারফরম্যান্স করেছে। তাই প্রত্যেককে দায়িত্ব নিতে হবে।’

দলের সবাইকে দায়িত্ব নেয়ার পরামর্শ দিয়ে আকরাম বলেন, ‘শুধু সিনিয়র প্লেয়ারদের ওপর দায়িত্ব দিয়ে দিলে হবে না। সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে খেলেছি এভাবে খেললে ম্যাচ জিততে পারবেন না। ম্যাচ খেলার শারীরিক ভাষা কিন্তু অন্য ধরনের। শুরু থেকেই আপনাকে ইতিবাচক থাকতে হবে এবং ভালো পারফরম্যান্স করতে হবে।’

মূলত বাংলাদেশ দলকে অনুপ্রাণিত করতেই আকরামসহ বিসিবির আরো কর্মকর্তারা ভারতে যাচ্ছেন বলে জানালেন আকরাম, ‘এই বাজে অবস্থায় আমরা যাচ্ছি ইনশাল্লাহ ওদের সবার সঙ্গে আমাদের দেখা হবে। দোয়া করছি সেই সঙ্গে আমরা সহযোগিতার চেষ্টা করছি। ভালো সময়ে বাংলাদেশ দলের সঙ্গে ছিলাম। খারাপ সময়েও বাংলাদেশ দলের সঙ্গে থাকব। আমাদের দায়িত্ব যে যেভাবেই হোক ভালো পারফরম্যান্স করার।’

নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশকে দ্বিতীয় জয় পাবে নাকি আবার পরাজয়ের কালি মেখে দিল্লি যাবে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে?

সিলেট ভয়েস/এএইচএম