কানাইঘাটে দুই মোটর সাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত

কানাইঘাটে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আখলাক হোসেন নামে (১৮) এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৪ জন।

শুক্রবার (০৮ মার্চ) দুপুর ১টার দিকে সদর ইউনিয়নের চটিগ্রাম জামে মসজিদের পাশে কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়কে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল পুরানফৌদ গ্রামের স্কুল শিক্ষক বদরুল আলম উজ্জ্বলের পুত্র কানাইঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আখলাক হোসেন তার অপর দুই সহপাঠি কামরুল ও ইমন উদ্দিনকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চটিগ্রাম জামে মসজিদের পাশে আসামাত্র অপরদিক থেকে আসা ওই গ্রামের আব্দুল্লাহর মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুটি মোটর সাইকেল দুমড়ে-মুচড়ে গিয়ে ৪ আরোহী আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় কলেজ শিক্ষার্থী আখলাক হোসেন ও আব্দুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় কলেজ শিক্ষার্থী আলখাক হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়ে। গুরুতর আহত আব্দুল্লাহ সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত মোটর সাইকেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এদিকে মোটর সাইকেল দুর্ঘটনায় জন্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম উজ্জ্বলের পুত্র কলেজ শিক্ষার্থী আখলাক হোসেনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের শান্তনা দিচ্ছেন অনেকে।