আসমা কামরানসহ যারা আ.লীগের ফরম কিনলেন

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়নপত্র বিক্রির শুরু হয়েছে। প্রথম দিনে সিলেটের ২৬ জন ফরম সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান।

এরমধ্যে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান। তিনি সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দুপুর ১২টার দিকে আসমা কামরানের নিজেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

প্রথম দিন সিলেটের ২৬টিসহ বিক্রি হওয়া ৮১০টি ফরমের মধ্যে ঢাকা বিভাগ ২৭৫টি, ময়মনসিংহ বিভাগ ৬২টি, চট্টগ্রাম বিভাগ ‌১৪৯টি, রংপুর ৭৫টি, রাজশাহী ৯০টি, খুলনা‌ ৭৭টি এবং বরিশাল বিভাগের জন্য বিক্রি হয়েছে ৫৬টি।

এদিন সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়, চলে বিকাল ৪টা পর্যন্ত।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রতিনি দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।