আবহাওয়া অফিস গণহত্যা দিবসে যুব ও ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

সিলেট আবহাওয়া অফিস গণহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলা কমিটি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ।

আজ শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে সিলেট আবহাওয়া অফিসের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ।

এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মতিউর রহমান, সহ-সভাপতি বিশ্বপা ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক থাময় সিংহ, প্রচার প্রকাশনা সম্পাদক শুভ্র দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাবেক সভাপতি সপ্তর্ষি দাস, বর্তমান সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, কোষাধ্যক্ষ সন্দীপ দাস প্রমুখ।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ‘৩০ লাখ শহীদের আত্মত্যাগে যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিলো তা এখনো পূরণ হয়নি। তাই এই দিনের শপথ হোক জনগণকে সাথে নিয়ে ভাত-ভোটের অধিকার আদায়ের সাথে সাথে সাম্প্রদায়িক শক্তিকে বিনাশ করে মুক্তিযুদ্ধের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো।‘

এ সময় আবহাওয়া অফিস গণহত্যা দিবসকে আরো বিসৃত পরিসরে পালনের আহ্বান জানান তারা।