সিলেটে শান্তি শোভাযাত্রায় ‘অশান্তি’, দুই নেতার বাকবিতণ্ডা

সিলেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় ব্যানারের সামনে দাঁড়ানো নিয়ে বাক বিতণ্ডায় জড়িয়েছেন দুই নেতা।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর রেজিস্টারি মাঠে সংক্ষিপ্ত সমাবেশে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন খানের বক্তব্য চলাকালে এ ঘটনা ঘটে।

সংক্ষিপ্ত সমাবেশ চলাকালে ব্যানারের সামনে অবস্থান নিয়ে নিজেদের মধ্যে বিতর্কে জড়ান সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন। এসময় উভয়কেই উত্তেজিত হতে দেখা যায়। তবে উপস্থিত সিনিয়র নেতাদের হস্তক্ষেপে নিবৃত্ত করা হয় তাদের।

সমাবেশে উপস্থিত সিলেট মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতা জানিয়েছেন, শোভাযাত্রা শুরুর আগে রেজিস্টারি মাঠে সংক্ষিপ্ত আলোচনা চলছিল। নাসির উদ্দিন খান যখন বক্তব্য দিচ্ছিলেন সেই সময় জাকির হোসেনসহ সিনিয়র নেতারা ব্যানারের সামনে দাঁড়িয়ে ছিলেন। সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব পরে এসে সামনে দাঁড়ান। মূলত দাঁড়ানোর অবস্থান নিয়েই দুইজনের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে উপস্থিত অন্য নেতারা গিয়ে বিষয়টি সমাধান করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমেদসহ অনেকে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে সংসদ সদস্য হাবিব বলেন, “আমাদের মাঝে কোনো কিছু হয়নি। দলের জুনিয়র দুইটা ছেলের ধাক্কা-ধাক্কি নিয়ে কথা হয়েছে। বিষয়টি সেখানেই শেষ হয়ে গেছে।”

জাকির হোসেনও বাগবিতণ্ডার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমাদের মধ্যে কিছু ঘটেনি। সমাবেশ ও শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।”

সংক্ষিপ্ত আলোচনা শেষে শোভাযাত্রাটি রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে চৌহাট্টা এলাকার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।