এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-ই এর সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে মিলনায়তনের সামনে বৃক্ষরোপন করে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এসময় উপাচার্য বলেন, পরিবেশ সুরক্ষায় এবং পৃথিবী জুড়ে ‘গ্লোবাল ওয়ার্মিং’ প্রতিরোধ করতে বৃক্ষ রোপনের মাধ্যমে বনায়ন সৃষ্টির বিকল্প নেই। আমাদের কর্ম পরিকল্পনাগুলো হতে হবে পরিবেশ বান্ধব। সিলেট বন বিভাগ এবং বন ও পরিবেশ বিজ্ঞন বিভাগের সহযোগিতায় গত কয়েক বছরে এ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জাতের ৭০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে।’ বিশ্ববিদ্যালয়কে সবুজ-শ্যামল করতে বৃক্ষরোপণ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানান উপাচার্য।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সের অনুষদের ডিন অধ্যাপক ড. স্বপন কুমার সরকার, বন ও পরিবেশ বিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রোমেল আহমেদ, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর সচিব মোমিনুর রশিদ আমিন, আরণ্যক ফাউন্ডেশনের প্রাক্তন নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের এশিয়া প্যাসিফিক প্রোগ্রামের ব্যবস্থাপক জাস্টিন গ্রিন, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘বন ও স্বাস্থ্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে মিলনায়তনের অপরদিকে শিশুদেরকে নিয়ে বন ও পরিবেশের আলোকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করে বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।