মুন্সিবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র খাদ্য বিতরণ

মুন্সিবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের মুন্সিবাজারে বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে উপজেলার মুন্সিরবাজারস্থ আধুনিক সমাজকল্যাণ সংস্থার কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুন্সিবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি গোলাম রব্বানী বাবরের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবেদ চৌধুরী।

আধুনিক সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউথ সুরমা এডুকেশন সোসাইটির চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, আধুনিক সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাফিজ, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. গিয়াস উদ্দিন, হযরত আবু দৌলত অ্যান্ড শাহ জাকারিয়া মডেল মাদরাসার প্রিন্সিপাল আব্দুর রহমান সিদ্দিকী, ইঞ্জিনিয়ার সুরমান আলী, সততা সমাজকল্যাণ সংস্থার সাবেক সভাপতি দেলওয়ার আহমদ, সাধারণ সম্পাদক আলী হোসেন, মুন্সিরবাজার সমাজকল্যাণ সংস্থার সভাপতি ডা. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, তেতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল জলিল তালুকদার, স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব সাইস্তা মিয়া, ইউনুছ মিয়া, সিরাজ আহমদ, কামালবাজার ফাজিল মাদরাসার প্রভাষক জুবায়ের আহমদ, সমাজসেবী শাওন আহমদ, বশর মিয়া, সুহিন আহমদ চৌধুরী, জাহেদ খান, জাহেদ চৌধুরী, আফজল আহমদ, সংবাদকর্মী শাহিন উদ্দিন, হাফিজ ইমরান আহমদ, আব্দুল হান্নান, কামাল আহমদ, আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে মুন্সিবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে তেতলী ইউনিয়ন, কামালবাজার ও অলংকারী ইউনিয়নের বন্যার্ত তিন শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।