সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ত্রাণ বিতরণ

সিলেটের বন্যাদূর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। শুক্রবার (২৪ জুন) দিনভর সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৩ শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রীর বিতরণ করা হয়েছে।

এসময় কলেজ ও হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার, কলেজের অধ্যাপক ডা. নজরুল ইসলাম ভুইয়া, অধ্যাপক ডা. মাসুদুল আলম, অধ্যাপক ডা. আল মোহাইমিন, সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ, হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু শেখর দাস ও সহকারী পরিচালক ডা. তাফহীম আহমদ রিফাত।

এছাড়া উপস্থিত ছিলেন, জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, সমাজসেবী নাজির হোসাইন প্রমুখ।

ত্রাণ বিতরণকালে তারা বলেন, সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে ওঠা বন্যাদূর্গত মানুষের পক্ষে অনেক কঠিন। তাই আর্তমানবতার ডাকে সাড়া দিয়ে সর্বস্তরের সামর্থবানদের উচিত বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসা। সবাই এগিয়ে এলে বন্যাদুর্গতরা কিছুটা হলেও তাদের কষ্ট ভুলতে সক্ষম হবে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বিয়ানীবাজার উপজেলার আলীনগরে উইমেন্স মেডিকেল কলেজের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে।