ভোটের মাধ্যমে কমিটি গঠনে একমত পাগলার ব্যবসায়ীরা

ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার ব্যবসায়ী কমিটি গঠনের লক্ষ্যে বাজারের সকল ব্যবসায়ীর অংশগ্রহণে একটি প্রাথমিক সভা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় বাজারের একটি মার্কেটের দোতলার ছাদে এই সভা করা হয়।

সভায় সকল ব্যবসায়ীর মতামতের ভিত্তিতে ভোটের মাধ্যমে একটি বাজার ব্যবসায়ী কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন, ব্যবসায়ী আবদুল আউয়াল, কমর উদ্দিন, দেলোয়ার হোসেন, প্রসাদ রায়, কাজল দাশ, শাহ আলম, প্রহ্লাদ দেবনাথ, ননী গোপাল দাশ, মিজানুর রহমান মিজান, কামাল পারভেজ সাজন, সুরঞ্জিত চৌধুরী টপ্পা, মো. জসিম উদ্দিন, রঞ্জিত সূত্রধর, মনসুর উদ্দিন, মাস্টার শফিকুল ইসলাম, শাহ আলম, জামিউল ইসলাম তুরান, মো. আজাদ হোসেন, মো. কিবরিয়া, ইয়াকুব শাহরিয়ার, নোহান আরেফিন নেওয়াজ, নাহিদ আহমদ ও ইমরান হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, মাছুম আহমদ, আসিফ ইকবাল ফয়সল, রজকুল ইসলাম, কামাল হোসেন, ফারুক মিয়া, মোহাম্মদ নূর, কাবুল দাশ, আবদুল কাদির, রিপন দেবনাথ, এনাম মির্জা, মলয় দেব, জিতেন্দ্র দাস, ইছহাক আলী, শাহ সারোয়ার উজ্জল, মৃদুল পাল, বিদ্যুত দেব, সামরাজ মিয়া, দেলোয়ার হোসেন, হিরন পাল আবু সাঈদ, জুমন মির্জাসহ শতাধিক ব্যবসায়ী।