টানা তিন জয়ে প্যারিস অলিম্পিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত করেছিল ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল কেবলই নিয়ম রক্ষার। তবে সেই ম্যাচেই হোঁচট খেল সেলেসাওরা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৫টায় এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হয় ব্রাজিল। যেখানে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে সেলেসাওরা। ম্যাচ হারলেও ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই পর্ব শেষ করেছে ব্রাজিল।
ব্রাজিলের জন্য এই ম্যাচ কেবলই নিয়মরক্ষার হলেও ভেনেজুয়েলার জন্য ছিল মহাগুরুত্বপূর্ণ। জয় ছাড়া বিকল্প ছিল না তাদের হাতে। এমন চাপের মধ্যেও দারুণ জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে দ্বিতীয় রাউন্ডও নিশ্চিত হয়েছে ভেনেজুয়েলার।
ম্যাচের দশম মিনিটেই লিড নেয় ভেনেজুয়েলা। তেলাস্কো সেগোভিয়ার গোল করেন। এরপর ৩১তম মিনিটে আবারও গোলের দেখা পান সেগোভিয়া। তার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।
বিরতির পর নিজেদের জালে নিজেরা বল জড়িয়ে আরও পিছিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ৫৫ মিনিটে রিকেলমে নিজেদের জালে বল জড়ান। এতে ৩-০তে এগিয়ে যায় ভেনেজুয়েলা। ম্যাচের ৯০তম মিনিটে ব্রাজিলের হয়ে সান্তনা সূচক গোলটি করেন আলেক্সান্ডার।
অলিম্পিক বাছাইয়ের নিয়ম অনুযায়ী, ‘এ’ ও ‘বি’ এই দুই গ্রুপ থেকে দুটি করে চারটি দল উঠবে বাছাইপর্বের চূড়ান্ত পর্বে। সেখান থেকে শীর্ষ দুটি দল সুযোগ পাবে ২০২৪ প্যারিস অলিম্পিকে। এ গ্রুপের সেরা দুইয়ে থেকে চূড়ান্ত পর্বে পা রেখেছে ব্রাজিল ও ভেনেজুয়ালে। বি গ্রুপ থেকে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।