বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচংয়ের ভাটিপাড়ার সামনের হাওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৌড়ি লাল দাস (৪০) নামের এক জেলে নিহত হয়েছেন। তিনি উপজেলার ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯টায় হাওরে নৌকাযোগে মাছ ধরতে যান গৌড়ি লাল দাস। এ সময় অসাবধানতাবশত হাতে থাকা কাচা বাঁশ (চইর) বৈদ্যুতিক তারে লেগে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ২ ঘণ্টা চেষ্টার পর মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

নিহতের দাহকার্য সম্পাদন করার জন্য তাৎক্ষণিক মৃতের পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করেছে উপজেলা প্রশাসন। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস প্রমুখ।