‘নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে’

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক পাবলিক প্রসিকিউটর সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর সাথে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধু না থাকলে এই দেশ কোনোদিন স্বাধীন হতো না। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এখনও জানতে পারেনি। যারা এই দেশ স্বাধীন করেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।

তিনি আরও বলেন, যারা মুক্তিযুদ্ধ দেখে নাই, যারা স্বাধীনতা দেখে নাই, যারা বাঙালির ওপর নির্যাতন দেখে নাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে স্বাধীনতার ৫০ বছর উদযাপন করে তাদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেছি। নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে হবে। বিশ্বের সাথে আমরা যেন তাল মিলিয়ে চলতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি স্মার্ট দেশে রূপান্তর করার লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) সেভি মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সেভি মডেল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজালের সভাপতিত্বে এবং ফাতেমা আক্তার নিম্মি ও তানজিয়া খাঁন তানজুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, জাহানারা আহমেদ মিসবাহ, মো. সেলিম মিয়া, মো. আব্দুল ওয়াদুদ, অ্যাডভোকেট এ এইচ এম ওয়াসিম ও স্কুলের প্রিন্সিপাল মো. আব্দুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, সেভি মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সাজ্জাদুর রহমান সুমন, রেজাউল কবির, অ্যাডভোকেট আশিষ দে, মো. আব্দুস সাত্তার, শিক্ষকমণ্ডলীর মধ্যে ঝুমা ইসলাম, ফারজানা আক্তার সীমা, লাকি আক্তার, মাহা জলিল, রায়হান আহমদ, প্রিয়ান জয় দত্ত, সাদিয়া আক্তার, সৈয়দা সামছি নুরা প্রমুখ।