বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএএলএস পদ্ধতিতে জিতলো ভারতের মেয়েরা

বৃষ্টিবিঘ্নিত বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের ফল অবশেষে ডিএলএস পদ্ধতিতেই নেয়া হলো। আর এতে ভারত জিতেছে ১৯ রানে।

সারাদেশে যখন তীব্র দাবদাহ, তখন সিলেটে বৃষ্টির পূর্বাভাস ছিল। এরমধ্যেই মাঠে নেমে দুইদফা ঝুম বৃষ্টির কারণে আর স্বাভাবিকভাবে শেষ করা যায়নি ম্যাচটি।

অবশ্য বৃষ্টির আগেই নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি করে রেখেছিলেন ভারতর দয়ালান হেমলতা। মাত্র ২৪ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস হাঁকেন তিনি।

আর তাই ১২০ রানের লক্ষ্যে ৫.২ ওভারে ৪৭ রান করা ভারত ডিএলএস পদ্ধতির হিসেবে এগিয়ে থাকলো। ১৯ রানে জয়ী হয়ে সিরিজেও ২-০ ব্যবধানে এগিয়ে গেলো সফরকারীরা প্রমিলারা।

প্রথম ইনিংসেও বৃষ্টি নেমেছিলো। তবে তীব্র রোদের মধ্যে মাঠ শুকিয়ে গেলে আবারও খেলা মাঠে গড়ায়। তবে সন্ধ্যায় নামা বৃষ্টির পর আর সে সুযোগ হয়নি। ৭টা ৫০ মিনিটে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১১৯ (মুর্শিদা ৪৬, রিতু ২০, সোবহানা ১৯, দিলারা ১০, নিগার ৬; রাধা ৩/১৯, শ্রেয়াঙ্কা ২/২৪, দীপ্তি ২/১৪)।
ভারত: ৫.২ ওভারে ৪৭/১ (হেমলতা ৪১*, স্মৃতি ৫*; মারুফা ১/১১)

ফল: ভারত ১৯ রানে জয়ী (ডিএলএস)