ধর্মপাশায় বিনামূল্যে চক্ষু শিবির

সুনামগঞ্জের ধর্মপাশায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির পরিচালিত হয়েছে। সোমবার (২০ মার্চ) ধর্মপাশা বালিকা উচ্চবিদ্যালয়ে ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী এ চক্ষু শিবিরের আয়োজন করেন।

এ উপলক্ষে দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।

ধর্মপাশা বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি শামীম আহমেদ বিলকিসের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার ও সংশ্লিষ্ট চক্ষু হাসপাতালের প্রোগ্রাম অফিসার মাকসুদুল জুয়েল।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোশতানসির বিল্লাহ, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, ধর্মপাশা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার প্রমুখ।

চক্ষু শিবিরে তিন শতাধিক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ৫০ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়েছে আর ১০০ ব্যক্তিকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদেরকে ময়মনসিংহে বিনামূল্যে অপারেশন শেষে পুনরায় ধর্মপাশায় ফিরিয়ে আনা হবে। এর আগে ২০১৯ সালে ৩৬৫ জন ও ২০২০ সালে ৪০০ জনকে একইভাবে চিকিৎসাসেবা দেওয়া হয়েছিল।

উদ্যোক্তা সঞ্জয় রায় চৌধুরী বলেন, বিগত দুই বছর করোনা পরিস্থিতির জন্য কার্যক্রম চালাতে পারিনি। এবার বৈরি আবহাওয়ার কারণে রোগী কম হয়েছে। আগামীতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো।