জৈন্তাপুরে এবার পুলিশের অভিযানে পাথর বোঝাই ট্রাক থেকে ১৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) ভোর ৬টায় উপজেলার ফতেহপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে চিনির এই চালান জব্দ করা হয়।
এ ঘটনায় মো সোহেল রানা নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রানীনগর গ্রামের মো আলাউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৬টায় উপজেলার ফতেহপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে সিলেট-তামাবিল মহাসড়কে ফতেহপুর রাস্তার প্রবেশমুখে পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো – ট ২২-৩৪৬০) আটক করে তল্লাশী চালানো হয়। এ সময় পাথরের নিচে কৌশলে লুকিয়ে রাখা ১৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, জব্দ করা চিনির বাচার মূল্য প্রায় ৯ লাখ টাকা।
পুলিশ জানায়, এসময় একজন আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা অপর দুইজন আসামি পালিয়ে যায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পলাতক দুইজনসহ মোট তিনজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। এছাড়া আটক হওয়া আসামি সোহেল রানাকে আদালতে সোপর্দ করা হয়েছে।