সাম্প্রতিক বন্যায় সিলেটের পাশাপাশি সুনামগঞ্জ জেলায়ও ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক মানুষের। বন্যার ক্ষত কাটিয়ে ওঠার পর পরই বিভিন্ন রোগব্যাধি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে শক্তি ফাউন্ডেশন এর পক্ষ থেকে বন্যাদুর্গতদের সেবায় চালু করা হয়েছে চারটি ফ্রি মেডিকেল ক্যাম্প।
সুনামগঞ্জ সদর, জাউয়াবাজার, ছাতক এবং টুকেরবাজারে এসব ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার সাবিনা ইয়াসমিন।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে ছাতক, জাউয়াবাজার ও টুকের বাজার এলাকায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা নেন সহস্রাধিক মানুষ। দূর্গত এলাকার সেবা গ্রহীতারা জানান, বন্যা পরবর্তী সময়ে বেসরকারিভাবে এ ধরনের সেবা পেয়ে তারা খুবই আনন্দিত।
ক্যাম্পে ২ জন এমবিবিএস ডাক্তার বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন। এসময় স্বাস্থ্য সেবা প্রদানের পাশাপাশি ফ্রি মেডিসিনও বিতরণ করা হয়। পাশাপাশি বন্যা পরবর্তী বিভিন্ন রোগের উপর সতর্ক থাকার জন্য কাউন্সিলিং করেন বিশেষজ্ঞরা।
সুষ্ঠভাবে ক্যাম্প বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি শাখার ম্যানেজার এবং কর্মকর্তাগণ এলাকার জনগনের পাশে থেকে স্বাস্থ্য সেবা গ্রহণকল্পে সার্বিক সহযোগিতা প্রদান করেন।