বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কোম্পানীগঞ্জ শাখার উদ্যোগে উপজেলার ১৭টি কিন্ডারগার্টেন স্কুলের ৪০৭ জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালায় ও কলেজের ১১টি হলরুমে উৎসবমুখর ও মনোরম পরিবেশে দুই দিন ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষার প্রথম দিনে গণিত পরীক্ষায় উপজেলার ১৭ টি কিন্ডারগার্টেনের ১ম শ্রেণী হতে ৫ম শ্রেনীর ৪০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আগামীকাল শনিবার সকাল ১০টায় একই কেন্দ্রে বাংলা ও ইংরেজি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ১১টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কোম্পানীগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রতিনিধি মোহাম্মদ রবিন, কিন্ডারগার্টেন এসোসিয়েশন কোম্পানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক অশিষ চন্দ্র দাস, সাংবাদিক আবিদুর রহমান, আব্দুল আলীম, আকবর রেনুয়ান মনা, কোম্পানীগঞ্জের বিশিষ্ট পাথর ব্যবসায়ী অফিকুল ইসলাম, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবির আহমদ প্রমূখ।
মেধা বৃত্তি পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কোম্পানীগঞ্জ শাখার সভাপতি আব্দুল লতিফ, হল সুপার নৃপেন্দ্র নাথ বর্মন, সহকারী হল সুপার হিসাবে দায়িত্ব পালন করেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন কোম্পানীগঞ্জ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরাধন সরকার।
পরীক্ষায় প্রতিটি কক্ষে দুজন করে মোট ১১টি হলরুমে ২২ জন শিক্ষক-শিক্ষকা দায়িত্ব পালন করেন।