আমি আপনাদের পাশে থেকে সেবা দিয়ে যাবো : বাবুল

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেছেন, আমি মেয়র নির্বাচিত হলে ব্যবসায়ীদের ট্যাক্স মওকুফসহ ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাবো। আমি একজন ব্যবসায়ী হিসেবে আপনাদের দ্বারস্থ হয়েছি। আমাকে আপনারা নির্বাচিত করুন, আমি আপনাদের পাশে থেকে সেবা দিয়ে যাবো।

বুধবার (৭ জুন) দুপুর ১২টায় নগরীর রিকাবীবাজারে এলাকাবাসী ও ব্যবসায়ীদের সাথে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন যদি সুষ্ঠভাবে হয় তবে গাজীপুরের মতো অবস্থা সিলেটে হবে। তিনি আগামী ২১ জুন সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যবসায়ী সহ নগরবাসীর কাছে লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির সহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে তিনি দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের দেখতে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে যান এবং নিহত আহত পরিবারদের শান্তনা দেন।