এশিয়া কাপে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। বাকি আছে আর দুটি দল। পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এই দুই দল মুখোমুখি হচ্ছে আজ। সুপার ফোরের হলেও আজকের এই ম্যাচটি হবে অঘোষিত সেমিফাইনাল।
ম্যাচটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। দু’দলের মধ্যে বিজয়ী দলই উঠবে ফাইনালে। আগামী রোববার ভারতের বিপক্ষে ফাইনালে সেই মুখোমুখি হবে।
শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে জয় পেয়েছিল সেই ২০১৫ সালে কার্ডিফে। তাই পরিসংখ্যান আর ইতিহাস পাকিস্তানের সঙ্গেই থাকছে। এখন প্রেমাদাসার পিচ কার সঙ্গে থাকে, সেটাই দেখার। কেননা, এই মাঠে সুপার ফোরের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ভারত সাড়ে তিনশর ওপর রান তুলেছিল। এবার সেই ভারতকেই শ্রীলঙ্কা তাদের স্পিন ছোবলে ২১৩ রানে অলআউট করে দেয়। আবার সেই ভারতই তাদের পেস ও স্পিন দিয়ে ১৭২ রানের মধ্যে গুটিয়ে দেয়। অর্থাৎ রহস্যঘেরা প্রেমাদাসার পিচে সবকিছুই সম্ভব।
সিলেট ভয়েস/এএইচএম