টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে আজ মাঠে নেমেছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। এ ম্যাচে টস জিতে নেদারল্যান্ডসকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে জিম্বাবুয়ে।

উইকেটে ঘাসের উপস্থিতি আছে, পিচটা ঢাকাও ছিলো বেশ কিছুদিন। অ্যাডিলেড ওভালে অনুষ্ঠেয় এই ম্যাচে তবু টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দুবার ভাবলেন না আরভিন।

ঘুরে দাঁড়ানোর ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে দলটি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন ব্র্যাড ইভান্স। তাকে ছাড়াই আজ অ্যাডিলেডে খেলবে জিম্বাবুয়ে। তার জায়গায় দলে এসেছেন লুক জংওয়ে।

ওদিকে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস জানালেন, টস জিতলে ফিল্ডিংই বেছে নিতেন তিনি। উইকেট ঢাকা ছিলো বলেই এই সিদ্ধান্ত নিতেন তিনি।

আজকের এ ম্যাচে জিম্বাবুয়ে জয় পেলে শেষ ম্যাচ অবধি টিকে থাকবে সেমিফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়া। আর নেদারল্যান্ডস জয় পেলে দুই দলই বাদ পরে যাবে বিশ্বকাপ আসর থেকে।

নেদারল্যান্ডস একাদশ

স্টেফান মাইবার্গ, ম্যাক্স ও’ডাউড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক, অধিনায়ক), রোয়েলফ ফন ডার মারওয়ে, লোগান ফন বিক, ফ্রেড ক্ল্যাসেন, পল ফন মিকেরেন, ব্র্যান্ডন গ্লোভার

জিম্বাবুয়ে একাদশ

রেজিস চাকাভা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, মিল্টন শুম্বা, লুক জংওয়ে, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড নাগারভা।