ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন ও বাঁধন সোসাইটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান (বিএসবি) ড. সীমা হামিদ বলেছেন, অসহায় মানুষের জন্য সমাজের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। প্রত্যেকে যদি আমরা নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে প্রতিটি এলাকা থেকে দরিদ্রতা হ্রাস পাবে। অর্থাভাবে শীতবস্ত্র কিনতে না পারা মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। সরকারের পাশাপাশি আপনার-আমার হাত একটু প্রসারিত হলে শীতে আক্রান্ত মানুষজনকে উঞ্চতায় রাখা সম্ভব হবে।
সোমবার (২৩ জানুয়ারি) সিলেটের দক্ষিণ সুরমা ও ওসমানীনগরে সংগঠনের পক্ষে একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে রাত ৯টায় গোয়াইনঘাটের জাফলং গুচ্ছগ্রাম জিরো পয়েন্টে হতদরিদ্র ৪০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, পুলিশ, কৃষি কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।