সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা গোয়াইনঘাট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে সাম্প্রতিক সময়ে গোয়াইনঘাট উপজেলায় বিছিন্নভাবে গরু চুরির একাধিক ঘটনার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
এছাড়া গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামবাসীর মধ্যে পাতনি খাল নিয়ে বিরোধের বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।
সভায় উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট বিজিবি কর্মকর্তাদের যৌথ সমন্বয়ে সীমান্তে চোরাচালান বন্ধে কার্যকর ভূমিকা নেয়ার পরামর্শ দেয়া হয়। অপরিকল্পিত ইটভাটা ও লাইসেন্সবিহীন কমিউনিটি ক্লিনিক বন্ধে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।
বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী দ্বারা অসহায় ও দরিদ্র মানুষের রোপিত ধানে মূর্তা বাগানের বিষয়টি সভায় অবগত করলে সভার সভাপতি বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার অনুরোধ করেন।
এছাড়া সভায় পাতনি খাল নিয়ে কাঁঠালবাড়ী গ্রামবাসীর মধ্যে সৃষ্টি বিরোধটির নিরসনের জন্য রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাবকে চেষ্টা করার নির্দেশ দেন। এছাড়া আগামী ১ সপ্তাহের মধ্যে গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নের দাগী গরু চোরদের তালিকা তৈরি করে গোয়াইনঘাট থানার ওসি বরাবরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম, ডিফেন্স ফাইন্যান্সের অ্যাসিসট্যান্ট কনট্রোলার জেনারেল স্মৃতি রাণী বণিক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, দেবব্রত ভট্টাচার্য, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমদ প্রমুখ।