হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে সভায় আইন শৃঙ্খলা সমুন্নত রাখা, সেচ প্রকল্প নিয়ে দাঙ্গা, মাদক ও জুয়া রোধে কঠোর ভূমিকাসহ কিশোর গ্যাং সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়াও ভূ-পর্যটক রামনাথ বিশ্বাসের বাড়ি পুনরুদ্ধারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠাগারের সাইনবোর্ড সাঁটানো সম্পর্কে সভাকে অবহিত করা হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, মিজানুর রহমান খান, কাজী মুফতি আতাউর রহমান, আব্দুল আহাদ, মো. ফরিদ মিয়া, মো. আনোয়ার হোসেন, শাহ মাসউদ কুরাইশী মক্কী।
উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, মো. এরশাদ আলী, মো. আরফান উদ্দিন, নাসির উদ্দিন চৌধুরী, সাদিকুর রহমান, শেখ মিজানুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার প্রমুখ।