সুনামগঞ্জের জগন্নাথপুরে অব্যাহত বৃষ্টিপাত ও উজানের ঢলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পানিবন্দি মানুষ এখন চরম দুর্ভোগে আছেন। পৌরসভাসহ উপজেলাজুড়ে দেখা যাচ্ছে বন্যার ভয়াবহ রূপ। বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১০টা থেকে বিভিন্ন এলাকা থেকে আসা বানভাসি মানুষ ত্রাণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে বসে আছেন।
সেখানে থাকা হারুন মিয়া নামের এক ব্যক্তি বলেন, জগন্নাথপুরে ইউএনও সাহেবকে দেখিনি এখন পর্যন্ত।
জগন্নাথপুর গ্রামের ফুলবানু বলেন, আমরা কয়েকদিন ধরে না খেয়ে আছি। সরকারি কোনো লোক দেখতে পাইনি। তারা শুধু আশ্রয়কেন্দ্রে ত্রাণ দিচ্ছেন।
সুরত মিয়া বলেন, ভোটের সময় সবাই সব এলাকা চেনেন। এখন আমরা পানিবন্দি। কোনো নেতা এলাকায় আসছেন না।
ইকড়রছই গ্রামের আলেকজান বিবি বলেন, আজ ১০ দিন ধরে চিড়া খেয়ে আছি। একটা প্যাকেট ত্রাণ পাইনি।
বাড়ি জগন্নাথপুর আতাউর রহমান বলেন, আমি একদিনও ত্রাণ পাইনি।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, পানিবন্দি মানুষের জন্য আশ্রয়কেন্দ্রে ত্রাণ দেওয়া হয়েছে। এছাড়া বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আমরা তৎপর রয়েছি।
প্রসঙ্গত, এবারের ভয়াবহ বন্যায় জগন্নাথপুরের প্রায় চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সরেজমিনে কয়েকটি আশ্রয়কেন্দ্র ঘুরে দেখা যায়, আশ্রয়কেন্দ্রগুলোতে বানভাসি মানুষের উপচেপড়া ভিড়। সরকারি ত্রাণ সহায়তাও পৌঁছেনি সবখানে। ফলে ত্রাণের জন্য মানুষের মাঝে হাহাকার চলছে।