৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ২৬ এপ্রিল

৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২৬ এপ্রিল পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা আগামীকাল সোমবার সকালে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিব।

এর আগে ৯ মার্চ প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল পিএসসি। স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এটি পরিবর্তন করা হয়।

পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএস এ উত্তীর্ণদের থেকে সাধারণ ক্যাডারে ৪৮৯ জন, টেকনিক্যাল ক্যাডারে ২০৭৪ জন (স্বাস্থ্য ক্যাডারে ১৬৯৮), সাধারণ শিক্ষায় ৪২৯ জন, সরকারি প্রশিক্ষণ কলেজের জন্য ৯১ জন এবং বিসিএস কারিগরি শিক্ষায় ৫৭ জনকে নিয়োগের সুপারিশ করা হবে।