৩০ আগস্ট মাঠে গড়াবে এশিয়া কাপ, সূচি চূড়ান্ত

এশিয়া কাপের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ।

আসরের উদ্বোধনী দিনে নেপালের বিপক্ষে মুলতানে খেলবে স্বাগতিক পাকিস্তান।

বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপ।

৩০ আগস্ট থেকে শুরু হয়ে আসরের প্রথম ৪টি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলংকায়। ১৭ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলংকার ক্যান্ডিতে।

এবারের এশিয়া কাপে গ্রুপ ‌‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলংকা।