১৬ রানে ৫ উইকেট হারিয়ে লন্ডভন্ড পাকিস্তানের ব্যাটিং

দুই উইকেটে ১৫৫ রান থেকে ৭ উইকেটে ১৭১, মাত্র ১৬ রানের ব্যবধানে ধ্বসে গেলো পাকিস্তানের মিডল অর্ডার।

দুই ওপেনারের ব্যাটে ভালো শুরুর পর হঠাৎই ছন্দ পতন ঘটে পাকিস্তানের। আব্দুল্লাহ শফিকের পর দ্রুতই সাজঘরে ফেরেন ইমাম-উল-হক। সেই ধাক্কা সামাল দিয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিলেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান। এই দুই অভিজ্ঞ ব্যাটারের জুটিতে দেড়শো পেরোয় পাকিস্তানের স্কোর। বাবর আজম তুলে নেন ফিফটি। কিন্তু এরপর মাত্র ১৬ রানে ৫ উইকেট হারিয়ে লন্ডভন্ড পাক ব্যাটিং লাইন আপ।

শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। তবে ৮ম ওভারে ঘটে ছন্দপতন। শেষ বলে আব্দুল্লাহ শফিককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মোহাম্মদ সিরাজ। সাজঘরে ফেরার আগে ২৪ বলে ৩ বাউন্ডারিতে ২০ রান করেন আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো শফিক। ৩৮ বলে ৩৬ করে ফেরেন ইমাম-উল-হক। এরপর বাবর-রিজওয়ানের ৮২ রানের জুটি। দুই অভিজ্ঞ ব্যাটারের জুটিতে যখন মনে হচ্ছিলো বিশাল স্কোর গড়বে পাকিস্তান তখনই মোহাম্মদ সিরাজের নিচু হওয়া বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাবর। এর আগে ৫৮ বলে করেন ৫০ রান।

এরপর শুরু হয় পাকিস্তানি ব্যাটারদের যাওয়া আসার পালা। একে একে ফিরে যান সৌদ শাকিল (৬), ইফতেখার (৪), রিজওয়ান (৪৯) ও শাদাব (২), মাত্র ১৬ রানের মধ্যেই নেই ৫ উইকেট। ২ উইকেটে ১৫৫ রানের পাকিস্তান ৭ উইকেটে ১৭১ এ পরিণত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান দলের সংগ্রহ ৭ উইকেটে ১৭৫ রান। ক্রিজে আছেন মোহাম্মদ নাওয়াজ (২) ও হাসান আলী (২)।

ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও কুলদিপ যাদব নেন দুটি করে উইকেট।