হালকা বৃষ্টিতেই বেহাল কানাইঘাট-চতুল সড়ক, বাড়ছে ক্ষোভ

দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়া এবং বিগত দু’দফা বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত জনগুরুত্বপূর্ণ কানাইঘাট-চতুল-দরবস্ত সড়কটির বেহাল অবস্থা বিরাজ করছে। যে কোন সময় এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হতে পারে।

সর্বশেষ গত বুধ ও বৃহস্পতিবারের হালকা বৃষ্টিতেই সড়কটির ১১ কিলোমিটারের অধিকাংশ অংশ জুড়ে কাঁদা ও বড় বড় গর্তের স্থানে বৃষ্টির পানি জমে একাকার হয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে কানাইঘাট থানা গেট থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ-পল্লীবিদ্যুৎ মোড় এলাকার সড়কের অংশ ভেঙে একাকার হয়ে যাওয়ায় কাঁদাযুক্ত রাস্তায় পায়ে হেঁটে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এতে করে জনসাধারণ থেকে শুরু করে শিক্ষা-প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী ও প্রশাসন পাড়ায় সেবা নিতে আসা লোকজন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ ও সিলেট সড়ক ও জনপথের কর্মকর্তারা বলছেন সড়কটি সংস্কার ও গুরুত্বপূর্ণ ভাঙ্গণের স্থানে আর.সি.সি ঢালাইয়ের কাজের জন্য সম্প্রতি ৩২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কাজ শুরু হবে বলে বারবার আশ্বস্ত করা হলেও এখন পর্যন্ত কাজ শুরু না হওয়ায় টাকা বরাদ্দ নিয়ে জনমনে দেখা দিয়ে দ্বিধাদ্বন্দ্ব। কবে কাজ শুরু হবে তা সঠিক করে সড়ক ও জনপথের কর্মকর্তারাও বলতে পারছেন না।

এদিকে দীর্ঘদিন থেকে জনগুরুত্বপূর্ণ এ সড়কটিতে সংস্কার কাজ শুরু না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় ভাঙন দেখা দিয়েছিল। এরইমধ্যে বিগত দু’দফা ভয়াবহ বন্যায় সড়কটির অনেক স্থান তলিয়ে গিয়ে আরো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে সময় সেনাবাহিনীর সদস্যরা সড়কের বড় বড় ভাঙনের জায়গায় তাৎক্ষণিক সংস্কার করে যান চলাচলের ব্যবস্থা করে দেন।

পরে সড়কটিতে ব্যাপক ভাঙন ও পিচ উঠে গিয়ে বেহাল অবস্থা দেখা দিলে সিলেট সড়ক ও জনপথ কর্তৃপক্ষ কয়েক দফায় অর্ধ কোটি টাকা ব্যয় করে স্কুটুনির মাধ্যমে ইটের টুকরো, ইট, বালু ও অব্যবহৃত পাকা দেয়ালের অংশ ফেলে সংস্কার কাজ করলেও তা কোন কাজে লাগেনি। স্কুটুনির কাজের টাকায় ব্যাপক লুটপাট হওয়ার কারণে সংস্কার কাজের কয়েকদিন পরেই আবারো বড় বড় গর্তের সৃষ্টি হয়ে সড়কটির অধিকাংশ অংশ জুড়ে ধুলো-বালুতে পরিণত হয়।

সর্বশেষ দু’দিনের হালকা বৃষ্টির পর ধুলা-বালু কাঁদাযুক্ত হয়ে আবারো বড় বড় গভীর গর্তের সৃষ্টি হচ্ছে। এমন বাস্তবতায় যে কোন সময় গুরুত্বপূর্ণ এ সড়কে মারাত্মক দুর্ঘটনাসহ যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

অপরদিকে সড়কের বেহাল অবস্থার পাশাপাশি দ্রুত সংস্কার কাজ শুরু না হওয়ায় জনসাধারণের মধ্যে বাড়ছে ক্ষোভ। তারা দ্রুত সড়কের সংস্কার কাজ শুরু করার দাবী জানিয়েছেন।

শুধু তাই নয়, আগামী বুধবারের মধ্যে কানাইঘাট-চতুল ও বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ শুরু না হলে উপজেলার যৌথ পরিবহন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সড়ক অবরোধ সহ যে কোন ধরণের কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা যৌথ পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীর সাথে কথা হলে তিনি বলেন, দ্রুত কানাইঘাট-চতুল সড়কের সংস্কার কাজ এবং চতুল-ঈদগাহ বাজার ও কানাইঘাট পল্লীবিদ্যুৎ মোড় হতে পোস্ট অফিস পর্যন্ত গুরুত্ব সড়কের অংশ আর.সিসি ঢালাই কাজ শুরু হবে। মানুষের কষ্ট হচ্ছে, কিছুদিন ধৈর্য্য ধরতে হবে।