হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ : ১০০ নেতাকর্মীর নামে মামলা

গত রবিবার হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির প্রায় ১০০ জন নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। মামলায় ৪৭ জন বিএনপির নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আসামি করা হয় আরও ৪০ থেকে ৫০ জনকে।

সোমবার (১১ ডিসেম্বর) রাতে এসআই জয় পাল বাদী হয়ে পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে এ মামলা করেন।

হবিগঞ্জ সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন > হরতাল-অবরোধের আগুনে পুড়েছে ২৭০ যানবাহন

দায়েরকৃত মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও জেলা যুবদলের সদস্য সচিব শফিকুর রহমান সিতু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ছাত্রদল নেতা ইকবাল আহমেদ রুকন, অনি মিয়া, আসিফুল ইসলাম ইমন, মোজাক্কির হোসেন ইমনকে এ মামলার আসামি করা হয়।

উল্লেখ্য রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের দাবিতে শায়েস্তানগর এলাকায় মানববন্ধন করেন বিএনপি নেতারা। মানববন্ধনকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। এতে দুই সাংবাদিক পুলিশসহ অন্তত ৫০ জন আহত হন।