হবিগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ১

হবিগঞ্জের বানিয়াচংয়ে চালককে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হত্যাকান্ডের মূল হোতা জয়নালকে সামনে রেখে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার আক্তার হোসেন।

এসময় পুলিশ সুপার উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, গত ৭ ফেব্রুয়ারী ঘাতক জয়নাল ও তার সহযোগিরা সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে বানিয়াচংয়ের চন্ডিপুর হাওরে চালক রোমান আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর খুনের আলামত নষ্ট করতে কেরোসিন ঢেলে তার লাশ পুড়িয়ে দেয়া হয়। পরে তারা সিএনজিটি অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি নিহতের মা রহিমা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামীদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেনের নেতৃত্বে তদন্তে নামে পুলিশ। গত সোমবার (১২ ফেব্রুয়ারি) তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডের মূল হোতা জয়নালকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তিমতে হত্যায় ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।