স্বাধীনতা দিবসে ‘নদীর স্বাধীনতা চাই’ শীর্ষক সভা

‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হলেও এদেশের নদীগুলো স্বাধীন নয়। প্রতিবেশী দেশের নদী শাসন এর ফলে ও দেশীয় দখলদারদের অপতৎপরতার কারণে বাংলাদেশের নদীগুলো আজ পরাধীন। তাই দেশের নদীগুলোর স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে যেতে হবে।’

মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর উদ্যোগে চাকমাঘাট ব্যারেজের কবল থেকে ‘খোয়াই নদীর স্বাধীনতা চাই’ শীর্ষক সভায় বক্তারা একথা বলেন।

রোববার (২৬ মার্চ) দুপুর ২টায় খোয়াই ব্রিজের পার্শ্ববর্তী নৌকা ঘাটে এ সভা অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা ও বাপা হবিগঞ্জ শাখার সহ-সভাপতি মোহাম্মদ আলী মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার হাবিবুর রহমান, বাপা হবিগঞ্জের যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন, পরিবেশকর্মী সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, নাসরিন আলম, নদী তীরের বাসিন্দা মো. আল আমিন, নৌকার মাঝি মো. সাইদুর, মো. মহরম আলী প্রমুখ।