স্থানীয় দৈনিকের দায়িত্বশীলদের সাথে জেলা প্রেসক্লাবের মতবিনিময়

সিলেট জেলা প্রেসক্লাব স্থানীয় দৈনিকের দায়িত্বশীলদের শুভেচ্ছা ও মতবিনিময় করেছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) সন্ধ্যায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ।

জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার সিনিয়র ফটোসাংবাদিক এস. সুটন সিংহ, কার্যনির্বাহী পরিষদের সদস্য সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, কার্যনির্বাহী পরিষদের সদস্য, দৈনিক একাত্তরের কথার সিনিয়র ফটোসাংবাদিক মিঠু দাস জয়, দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ফয়ছল আহমদ মুন্না, দৈনিক সবুজ সিলেটের বার্তা সম্পাদক সাদিকুর রহমান সাকী, দৈনিক সিলেটের দিনকালের বার্তা সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, দৈনিক জাগ্রত সিলেটের বার্তা সম্পাদক রাজীব রাসেল, দৈনিক যুগভেরীর যুগ্ম-বার্তা সম্পাদক দেবাশীষ দেবু প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, সিলেট জেলা প্রেসক্লাব সিলেট বিভাগে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের বৃহত্তম সংগঠন হিসেবে হিসেবে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি রাষ্ট্র ও সমাজের কল্যাণেও কাজ করছে। জেলা প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হয়েছে। এই ক্লাবকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে সবাইকে একযোগে কাজ করতে হবে।