সুইডেনে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

সুইডেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসর্পোট কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান।

সম্প্রতি স্টকহোমে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী জানান, বাংলাদেশ সরকার জনগণের সেবায় সদা নিয়োজিত। প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংরক্ষণ ও তাদেরকে বিভিন্ন নাগরিক সুবিধা দেওয়ার জন্য সরকার কাজ করে যাচ্ছে, যার একটি উদাহরণ হলো ই-পাসপোর্ট কার্যক্রম।

রাষ্ট্রদূত মেহেদী হাসান বলনে, বঙ্গবন্ধুর দেখানো পথ ধরে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশে আজ একটি উন্নত- সমৃদ্ধ র্স্মাট বাংলাদেশ গড়ে তুলেছে। ই-পাসর্পোট র্কাযক্রম এর একটি অংশ।

এসময় ই-পাসপোর্ট সেবা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।

সিলেট ভয়েস/এএইচএম