সিলেট-৫ আসনে আ.লীগের মনোয়নপত্র সংগ্রহ করলেন যারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়।

এ পর্যন্ত সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র বেশ কয়েকজন সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

তাদের মধ্যে রয়েছেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযাদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির, ঢাকা সুপ্রিম কোর্ট বারের বিশিষ্ট আইনজীবি সাবেক ছাত্রনেতা এডভোকেট মস্তাক আহমদ, যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এম.সি কলেজের সাবেক ভিপি খসরুজ্জামান খসরু, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা কাওছার রশিদ সহ আরো দু’জন।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

এছাড়া নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। সবশেষ ভোটগ্রহণ ৭ জানুয়ারি ২০২৪।