সিলেটে অগ্নিদগ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোড এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে গুরুতর আহত ছাত্রলীগ নেতা টিটন পাল টিটু (২৪) মারা গেছেন। শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

মারা যাওয়া টিটন পাল বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মদনপুর গ্রামের লাবণী পালের ছেলে। তিনি দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। খাজাঞ্চি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

মারা যাওয়া টিটন পালের আত্মীয় রণি দাস জানান, গত ১ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে টিটনসহ তিনজন শাহী ঈদগাহ থেকে হেঁটে ইলেকট্রিক সাপ্লাই সড়ক দিয়ে যাচ্ছিলেন। ওই সময় সড়কের পাশে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন টিটন। তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মীরবক্সটুলাস্থ একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই মারা গেছেন টিটন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, একটি ছেলে অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়েছিলাম। শুনেছি তিনি মারা গেছেন।