সার বীজ কীটনাশক পাবে চুনারুঘাটের ৬ হাজার কৃষক

চুনারুঘাট উপজেলা কৃষি অধিদপ্তরের অধীনে উপজেলার প্রায় ছয় হাজার কৃষক-কৃষাণীদের মাঝে ধারাবাহিকভাবে সার বীজ ও কীটনাশক বিতরণ করা হবে।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ হল রুমে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে এই সার বীজ ও কীটনাশক বিতরণ কার্যক্রম শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকে সভাপতিত্বে উপজেলা কৃষি সহকারী কর্মকর্তা সজিব হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১-২০২৩-২৪ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। ধারাবাহিকভাবে উপজেলার প্রতিটা ইউনিয়নে এই বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।

বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছয় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।