সরকারি মদন মোহন কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

সরকারি মদনমোহন কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হলো শহিদ বুদ্ধিজীবী দিবস।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে শহিদ বুদ্ধিজী বীদের স্মরণে কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর বেলা ১১ টায় শহিদ বুদ্ধিজীবিদের স্মরণে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

শিক্ষক পর্ষদ সম্পাদক লে. মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক উজ্জ্বল দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান।

অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, তাদের ত্যাগ জাতি কখনও ভূলবে না। তাদের আত্নত্যাগের কথা স্মরণ করে প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বে থেকে অধিকতর দায়িত্বশীল হয়ে দেশ ও জাতির জন্য কাজ করতে হবে। তাহলেই কেবল সোনার বাংলার প্রতি ভালোবাসা এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ পালন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ সবর্বানী অর্জ্জুন, বাংলা বিভাগের প্রধান হোসনে আরা কামালি, রাষ্টবিজ্ঞান বিভাগের রজতকান্তি ভট্টাচার্য ও পরিসংখ্যা বিভাগের সম্পদ কুমার সরকার।

বাদ যোহর কলেজ জামে মসজিদে শহিদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।