সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের একুশের আয়োজন

‘ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়’- এ স্লোগান ধারণ করে আগামীকাল ২০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) প্রতিবারের মতো অমর একুশের অনুষ্ঠানমালার আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট।

বিকাল ৪টা ৩০ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে একুশের গান, আবৃত্তি, পুঁথিপাঠ, নৃত্য এর মাধ্যমে অমর একুশে অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।

আয়োজনে অংশগ্রহণ করবেন সিলেটের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিরা।

এ প্রসঙ্গে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের নেতৃবৃন্দ বলেন, ‘প্রতিবছরের এবারও সম্মিলিত সাংস্কৃতিক জোট মহান ভাষা দিবসকে গভীরভাবে স্মরণ করছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আয়োজন করতে যাচ্ছি সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনে গান, নাচ, আবৃত্তিসহ রয়েছে বিভিন্ন আয়োজন। সিলেটের নন্দিত সাংস্কৃতিক ব্যক্তিরা এ আয়োজনে থাকছেন।’

প্রসঙ্গত, সংস্কৃতির বিকাশ ও মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট সব সময় অগ্রগণ্য ভূমিকা পালন করে থাকে। প্রতিবছর বিভিন্ন উৎসবে সাংস্কৃতিক আয়োজন করে থাকে সংগঠনটি। পাশাপাশি দেশব্যাপী ঘটে যাওয়া বিভিন্ন অনাচারের বিরুদ্ধেও বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে তারা।

একুশের আয়োজনে অংশগ্রহণ করবে দ্বৈতস্বর, আনন্দলোক, গীতবিতান বাংলাদেশ, সোপান সিলেট আর্টস কলেজ, অন্বেষা, অনির্বান শিল্পী সংগঠন, ললিত মঞ্জরি, গ্রীন ডিজেবল ফাউন্ডেশন, সুরের ভূবন, নৃত্যাঞ্জলী, সিলেট আর্ট এন্ড কালচার, তারুণ্য, বাংলাদেশ বাউল সমিতি সিলেট বিভাগসহ আরো অনেকে।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের আয়োজনে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে।