শ্রীমঙ্গলে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার, ছিনতাইকৃত টাকা উদ্ধার

শ্রীমঙ্গলে সম্প্রতি চা শ্রমিকের ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও ৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে ছিনতাই ঘটনার বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানানো হয়।

এসময় পুলিশ জানায়, শ্রীমঙ্গল থানা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ৪ জন ছিনতাইকারী আন্তঃজেলা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য।

জানা গেছে, মৌলভীবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলমের নেতৃত্বে ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের দিক নির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি চৌকস দল গত ২৬ ফেব্রুয়ারি সিলেট শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার হওয়া ছিনতাইকারী বেলাল আহমেদ ওরুফে জাকির- ওরফে জাকারিয়া মোল্লা একাধিক ছিনতাই ও মার্ডার সহ ডাকাতি মামলার আসামি। এই ছিনতাইয়ের সাথে জড়িত গ্রেপ্তার হওয়া কামাল মিয়া, হোসেন ও বাবুল আহমেদ তারা সকলেই ছিনতাই চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

এছাড়াও গ্রেপ্তার হওয়া চার ব্যক্তির বিরুদ্ধে চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অপরাধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।