শ্রীমঙ্গলে লাংলিয়াছড়া পুঞ্জির সাধু পলের গীর্জার উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রত্যন্ত দুর্গম লাংলিয়াছড়া খাসিয়া পুঞ্জির প্রাকৃতিক নয়নাভিরাম পরিবেশে কাথলিক খ্রীষ্টান ধর্মাবলম্বীদের নবনির্মিত সাধু পলের গীর্জার শুভ উদ্বোধন ও আশীর্বাদ অনুষ্ঠান হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ অনুষ্ঠানের আশীর্বাদ করেন ঢাকা মহা ধর্মপ্রদেশের আর্চ বিশপ বিজয় এন.ডি. ক্রুজ, ওএমআই।

লাংলিয়াছড়া পুঞ্জির কাথলিক মণ্ডলীর রাংবা বালাং (প্রধান) টমাস পডুয়েং এর সভাপতিত্বে ও ফাদার পিউস পডুয়েং এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ,সিলেট ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, ঢাকা হলিক্রস এর প্রভিন্সিয়াল ফাদার জর্জ কমল রোজারিও, ঢাকা ধর্ম প্রদেশের ভিকার জেনারেল ফাদার গাব্রিয়্যাল কোড়াইয়া ফাদার জেমস ক্লেমেন্ট ক্রুজ সিএসসি, শ্রীমঙ্গল কাথলিক মিশনের পাল পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ সিএসসি, ডিমাই কাথলিক মিশনের ফাদার যোসেফ গমেজ, কারিতাস সিলেটের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা ও ফাদার কেভিন কুবি, লাংলিয়াছড়া পুঞ্জির মান্রী কিরি লাংথং, ডাবলছড়া পুঞ্জির রাংবা বালাং ভিক্টর সুমের, নেরিয়ুস বুয়াম এবং ঢাকার বিভিন্ন মিশন থেকে আগত ফাদার, সিস্টার, বিভিন্ন খাসিয়া পুঞ্জির মণ্ডলীর প্রধানগণ।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি আর্চ বিশপ বিজয় এন.ডি ক্রুজ ফিতা কেটে সাধু পলের গীর্জার ফলক উন্মোচনের মাধ্যমে লাংলিয়াছড়া পুঞ্জির কাথলিক মণ্ডলির রাংবা বালাং (মণ্ডলীর প্রধান) টমাস পডুয়েং এর হাতে নবনির্মিত গীর্জার চাবি তুলে দেন।

এরপর শুরু হয় নবনির্মিত সাধু পলের গীর্জার আশীর্বাদের প্রার্থনা অনুষ্ঠান। আশীর্বাদ ও প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন আর্চ বিশপ বিজয় এন.ডি. ক্রুজ ওএমআই। প্রার্থনার শুরুতেই শুভেচ্ছা বক্তব্যে তিনি যাদের অক্লান্ত প্রচেষ্টায় গীর্জাটি নির্মিত হয়েছে সে সকল মানুষদেরকে ধন্যবাদ জানান। প্রার্থনা অনুষ্ঠানের পর পরেই শুরু হয় লাংলিয়াছড়া পুঞ্জির খাসি শিশুদের পরিবেশনায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান।