বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে দিরাই-শাল্লায় ভোটগ্রহণ সম্পন্ন

বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই ও শাল্লা উপজেলায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (৮ মে) বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোটগ্রহণ। এখন ভোটগণনা চলছে।

উপজেলা নির্বাচনের রিটার্নি কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন ‍দুই উপজেলায় গড়ে ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

এ দিকে দিরাই উপজেলায় কোনও প্রকার মারামারি বা সহিংসতার ঘটনা না ঘটলেও পাশের উপজেলা শাল্লায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন।

রিটানিং কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, ’শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বড় ধরনের কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করি খুব দ্রুতই ফলাফল ঘোষণা করতে পারবো।’