শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পেঁয়াজ পাচার, ইউপি সদস্য আটক

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে চোরাই পথে আনা চার হাজার আটশো কেজি ভারতীয় পেঁয়াজ ও বহনকারী (সিলেট মেট্রো-ন ১১-০৭২১) একটি পিকআপ জব্দ করেছে পুলিশ।

এসময় পিকআপটির চালকসহ এর সঙ্গে জড়িত স্থানীয় চোরাকারবারি এক ইউপি সদস্যকে আটক করা হয়।

আটক ইউপি সদস্য উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের সাহিবুর রহমান রহমান।

পুলিশ জানায়, শনিবার রাতে চাঁনপুর সীমান্তের বারেক টিলা ও রাজাই এলাকার চোরাই পথ ব্যবহার করে একদল চোরাকারবারি ভারতীয় পেঁয়াজ পাচার করছে এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। চোরাকারবারিরা এসব পেঁয়াজ পিকআপ ভর্তি করে উপজেলার বাদাঘাট বাজার দিয়ে সুনামগঞ্জ হয়ে সিলেটে নিয়ে যাচ্ছিল। পরে পিকআপটি তাহিরপুর থানা সংলগ্ন এলাকায় পৌঁছালে এটিকে আটক করা হয়। জব্দকৃত পেঁয়াজের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮ হাজার টাকা।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, আসামি দুজনকে যথাযথ আইনী প্রক্রিয়ায় সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত পেঁয়াজ নিলাম প্রক্রিয়াধীন।