সিলেটের গোয়াইনঘাট থেকে ১৪মাস বয়সী এক শিশু হবিগঞ্জের নবীগঞ্জ থেকে উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। শিশুটি ২০ দিন আগে নিজ বাড়ি থেকে অপহৃত হয়। অপহরনের পর শিশুটিকে ১৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়।
গত শনিবার (২৭ মে) সকাল দশটায় হবিগঞ্জের নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
নিখোঁজ শিশু গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রামের মো. ফয়জুদ্দিনের ছেলে। ঘটনার দিন শিশু শাহ জাহানকে কোথাও খোঁজ না পেয়ে তার বাবা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে গোয়াইনঘাট থানা পুলিশ ভিকটিমকে উদ্ধারে তৎপর হয়। এর ধারাবাহিকতায় গোয়াইনঘাট থানা পুলিশের একটি চৌকষ আভিযানিক দল হবিগঞ্জের নবীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুর রাজ্জাকের স্ত্রী মমতা বেগমের (৪৫) হেফাজত থেকে শিশু শাহ জাহানকে উদ্ধার করে। এসময় মমতা বেগমকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অপহরণের মূল পরিকল্পনাকারী জাফর নিজের পরিচয় গোপন করে শিশু শাহ জাহানকে অপহরণ করার পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে সে নিজেকে অসহায় ও অনাথ পরিচয় দিয়ে ভিকটিমের পিতার বাড়িতে অবস্থান নেয়। প্রায় ২০ দিন ভিকটিমের পিতার বাড়িতে অবস্থান করে জাফর বিশ্বস্ততা অর্জন করে এবং অপহরণের চেষ্টা চালিয়ে যায়। এক পর্যায়ে শনিবার (২৭ মে) জাফর সুযোগ বুঝে ভিকটিমকে অপহরণ করে হবিগঞ্জের নবীগঞ্জে মমতা বেগমের কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যায়।
গোয়াইনঘাট থানার ওসি জানান, পলাতক আসামি জাফরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।