কানাইঘাটে ৩টি ট্রান্সফরমার চুরি, পবিসের মামলা

কানাইঘাট পৌরসভার সোনারতালুক মোড়ে অবস্থিত নির্মাণাধীন সাইদা ফিলিং স্টেশনের ৩টি পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে চোর চক্র। এ ঘটনায় থানায় কানাইঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের পক্ষ থেকে অজ্ঞাতনামাদের আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, গত বুধবার গভীর রাতে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। সকালবেলা সাইদা ফিলিং স্টেশনের মালিক প্রবাসি আব্দুস শুকুর ট্রান্সফরমার চুরির সংবাদ জেনে পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আখতার হোসেনকে অবগত করেন। ঘটনাটি জেনে বৃহস্পতিবার পল্লীবিদ্যুৎ অফিস থেকে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, কানাইঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আখতার হোসেন।

প্রবাসি আব্দুস শুকুর জানান, ডিসেম্বরের শেষ দিকে তার মালিকানাধীন সাইদা ফিলিং স্টেশন চালুর লক্ষ্যে পল্লীবিদ্যুৎ ৩টি বাণিজ্যিক ট্রান্সফরমার সংযোগ দেয়। সেই ৩টি ট্রান্সফরমার চুরি হয়েছে।

জানা গেছে, সম্প্রতি কানাইঘাটে সিঁদেল চুরির ঘটনাও বৃদ্ধি পেয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় মোটর সাইকেল থেকে শুরু করে নানা ধরণের চুরির ঘটনা বাড়ছে। তবে পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা এ বছর প্রথম।