শাহজালাল সিটি কলেজে পিঠা উৎসব

গ্রামীণ ঐতিহ্য ও নতুন প্রজন্মের কাছে হরেক রকমের পিঠার পরিচয় তুলে ধরতে প্রতি বছরের ন্যায় নগরীর গার্ডেন টাওয়ারস্থ শাহজালাল সিটি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত এ উৎসবে শিক্ষার্থীরা বাহারী ও মুখরোচক পিঠা দিয়ে স্টল সাজায়।

সকালে উৎসবের উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. এনামুল হক সরদার।

এ সময় উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাজিয়া সুলতানা চৌধুরী, শিক্ষাবিদ প্রফেসর আলী আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা জাহাঙ্গীর চৌধুরী, ব্যবসায়ী আমিনুর রশীদ চৌধুরী ফয়ছল, শাহজালাল সিটি কলেজের সহকারী অধ্যাপক আবুল হাছান চৌধুরী জাকের, আব্দুল ওয়াদুদ, প্রভাষক ফয়সল মিয়া, শাহনেওয়াজ হোসেন, আসলাম হোসেন, শান শান্তা, লক্ষী রাণী দে, সৈয়দা ফাহমিনা রহমান, আরিন পারভীন, মাকসুদা আক্তার, জয়দ্বীপ দাশ, নাজ বাহার লাকি, চিত্রা কর প্রমুখ।

দিনশেষে শ্রেষ্ঠ স্টল মালিকদের পুরস্কৃত করা হয়।