সুনামগঞ্জে সাংসদকে কটাক্ষ, তোপের মুখে জামায়াত কর্মী

এস এম শামীম

সুনামগঞ্জের দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাজে মন্তব্য করায় তোপের মুখে পড়েছেন জামায়াত-শিবিরের কর্মী এস এম শামীম।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এস এম শামীম নিজের ফেসবুক আইডিতে লিখেন, ‘কত বড় নির্লজ্জ সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ! তারপরও ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়। মনে হয় যেন দিরাই-শাল্লা তার বাপ-দাদার সম্পত্তি’।

এই পোস্ট সাথে সাথে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। পরে দিরাই-শাল্লা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ জনগণের তোপের মুখে পড়ে ২ ঘণ্টা পর নিজের ফেসবুক আইডি থেকে পোস্টটি মুছে ফেলেন এস এম শামীম।

এদিকে, জামায়াত-শিবিরের কর্মী এস এম শামীমের এমন কর্মকাণ্ডের ফলে সংঘাতের আশঙ্কা করছেন স্থানীয়রা।

দিরাই-শাল্লার সংসদ সদস্য জয়া সেনগুপ্তা সিলেটভয়েস-কে বলেন, আমাকে উদ্দেশ্য করে যে পোস্টটি দেয়া হয়েছে এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

পোস্টকারী এস এম শামীম বলেন, আমি সাংসদকে ইঙ্গিত করে কোনো পোস্ট দেইনি। উনার সাথে আমার কোনো শত্রুতা নেই।

চাপের মুখে পোস্ট মুছে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা আমার ব্যক্তিগত বিষয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।