শহীদ বুদ্ধিজীবী দিবসে দি এইডেড হাই স্কুলের শ্রদ্ধাঞ্জলি

আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালী জাতিকে মেধা শূন্য করার জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল গণহারে। আজকের এই দিনটি বাঙালী জাতির ইতিহাসে এক বেদনাঘন দিন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতি বছরের মত এবারও দি এইডেড হাই স্কুল সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।

এসময় উপস্থিত ছিলেন, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো: শমশের আলী, সহকারী প্রধান শিক্ষক মো: ফয়সল আহমদ, সিনিয়র শিক্ষক শিশির চন্দ্র হালদার, দীপাল কুমার সিংহ, সহকারী শিক্ষক জহিরুল ইসলাম, মৃতুঞ্জয় দাস, মো: মঈন উদ্দিন, মোঃ শরীফুল ইসলাম, সাইফুর রহমান, অচিন্ত নারায়ন সাহা প্রমুখ।