লোবাননে ইসরাইলের বিমান হামলা, নিহত ২

গত অক্টোবরে শুরু হওয়া হামাস-ইসরাইল যুদ্ধের শুরু থেকেই হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলে হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানপন্থি এই গোষ্ঠীটিকে দমনে পাল্টা হামলা করছে ইসরাইলও।

তবে হিজবুল্লাহকে রুখতে এতদিন দক্ষিণ লেবাননে হামলা করলেও সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো পূর্ব লেবাননে বোমা হামলা চালিয়েছে ইসরাইল।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ইসরাইল-লেবানন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার ভেতরে বেকা উপত্যকায় হিজবুল্লাহর শক্ত ঘাঁটি বালবেকের কাছের বুদাই গ্রামে ৩টি বোমা হামলা চালিয়েছে ইসরাইল। তাদের হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ট্রাকের বহর নিশানা করে হামলা চালায় ইসরাইল।

তবে ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা লেবাননের ভেতরে হিজবুল্লাহর স্থাপনায় বোমা হামলা করেছেন।