লাখাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২২ উপলক্ষে উপজেলার হাওরাঞ্চলে অবৈধ জাল দিয়ে পোনামাছ নিধন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) লাখাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে দুই ব্যক্তিকে দুই হাজার টাকা নগদ জরিমানা ও জব্দকৃত ৫০০০ মিটার জাল প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ উদ্দীন।
অভিযানকালে সার্বিক সহযোগিতায় ছিলেন- মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের পরিদর্শক (এস.আই) সদরুল হাসান খানের নেতৃত্বে পুলিশের একটি টিম সহযোগীতা করে।