টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

দিনের প্রথম ম্যাচে ধর্মশালায় নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে আজ।

শনিবার (২৮ অক্টোবর) ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম।

জয় দিয়ে বিশ্বকাপ দারুণ শুরু করেছিল নিউজিল্যান্ড। তবে স্বাগতিক ভারতের বিপক্ষে চার উইকেটে হেরে কিছুটা অস্বস্তিতে রয়েছে কিউইরা। অস্ট্রেলিয়াকে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরতে চাই নিউজিল্যান্ড। এই ম্যাচে এক পরিবর্তন মাঠে নামছে নিউজিল্যান্ড। মার্ক চ্যাপম্যানের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জেমস নিশাম।

অন্যদিকে, হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরেছে অজিরা। জয়ের ধারা ধরে রাখার মিশনে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচে এক পরিবর্তন মাঠে নামছে অজিরা। ক্যামেরন গ্রিনের স্থলে একাদশে সুযোগ পেয়েছেন ট্র্যাভিস হেড।

নিউজিল্যান্ডের একাদশ : ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (অধিনায়ক), জেমস নিশাম, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লেবুশানে, জশ ইঙ্গলিস, ট্র্যাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, অ্যাডাম জ্যাম্পা।

সিলেট ভয়েস/এএইচএম